তৎকালিন প্রেসিডেন্ট হরিমোহন পোদ্দারের গ্রাম নবীপুর বিধায় প্রেসিডেন্টের গ্রামের নামানুসারে অত্র ইউনিয়নের নাম করন নবীপুর করা হয়।এটি বর্তমানে ২টি ভাগ হয়ে নবীপুর পশ্চিম এবং নবীপুর পুর্ব নামে ২টি ইউনিয়ন পরিষদ হয় । যাহা এখন নবীপুর পশ্চিম ডিজিটাল সেন্টার নামে পরিচিতি ।
আয়তন :- ০৯ বর্গ কিলোমিটার
সীমানা:- উত্তরে যাত্রাপুর ইউনিয়ন,দক্ষিনে ধামঘর, পূর্বে নবীপুর পূর্ব পচ্শিমে মুরাদনগর ।
মৌজা: ৫ টি ।
ওয়ার্ড: ০৯ টি ।
গ্রাম: ১৯ টি ।
লোক সংখ্যা: ২৮০৪৫ জন ।
ভোটার সংখ্যা: ১৩৮০৫ জন ।
পরিবারের সংখ্যা: ৫৪০৬ টি ।
শিক্ষা প্রতিষ্ঠান : কলেজ : ১ টি, উচ্চ বিদ্যালয় ৩ টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ টি, বে সরকারি প্র্রাথমিক বিদ্যালয় ২টি, দাখিল মাদ্রাসা ৩ টি, ফোরকানিয়া মাদ্রাসা ৬ টি, এতিখানা ৪ টি ,
মসজিদ: ৪৮ টি ।
মন্দির : ৯ টি ।
হাট বাজার : ১ টি।
নদী : ১ টি ।
খাল : ৫ টি ।
ডাকঘর : ১টি ।
উপজেলা কমপ্লেক্স ভবন : ১ টি ।
পুলশি স্টেশন : ১ টি ।
ফায়ার সার্ভিস : ১ টি ।
সাব রেজিস্টার অফিস : ১ টি ।
জনসাত্থ্য প্রকৌশলী অধিদপ্তর : ১ টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস