উত্তর ত্রিশ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মরা নদীকুমিল্লা জেলায় অন্তগর্ত মুরাদনগর উপজেলায় ১৫নং নবীপুর ইউনিয়ন পরিষদের পাশে বয়ে গেছে গোমতীনদী । এটি কুমিল্লার বাসির দুখ।একসময় এই নদীর ভাঙ্গনে প্রায় ২টি গ্র্রামের জমিবাড়ী নদীর ভাঙ্গনে তলে গেছে । মালিশাইর গ্রামের অনেক লোকজন তাদের নিজস্ব বাড়ী ফেলে অনত্র বসবাস করতে বাধ্য হয় । এটি বর্তমানে মরা নদী। এটির উপরে একটি বড় ব্রিজ তৈরী হয় ।এই ব্রিজের উপর দিয়ে চলাচল করার সময় নদীর প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। যাহা মানুষ প্রতিদিন অনুভব করে থাকে ্ । গোমতী নদীর আমাদের ইউনিয়নে অবস্থিত বলে আমরা খুবই গর্বিত।