নবীপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ পাশ দিয়ে গোমতী নদী প্রবাহিত হয়েছে। এ নদীর দুপাড়ে বাঁধ নির্মাণ করা হয়েছে এবং এ বাঁধের কারণেই মুরাদনগর উপজেলা বর্ষাকালে বন্যামুক্ত থাকে।
নদীর সৌন্দর্য উপভোগ করা বা মুক্বিত হাওয়ায় নি:শ্বাস নেয়ার প্রত্যাশায় প্রতিদিন এ এলাকার মানুষ বাঁধের বেড়াতে যায়, ফলে কালক্রমে এটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। এছাড়া পাশ্ববর্তী ইউনিয়ন বা উপজেলা হতেও এখানে জনসমাগম হয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস